বুধবার, জানুয়ারী ২২

১২ বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি

0

ঢাকা অফিস: আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া অনিয়মে অভিযুক্ত ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে। জানা গেছে, বিচারপতি শাহেদ নুরুদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আক্তারুজ্জামান, খন্দকার দিলিরুজ্জান, আমিনুল ইসলাম ও এস এম মাছুদ হোসেন দোলন – এই ছয় বিচারপতি প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণে যোগ দিয়েছেন। এর আগে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১২ বিচারপতিকে ‘চায়ের আমন্ত্রণ’ জানিয়েছিলেন সৈয়দ রেফাত আহমেদ। সেই আমন্ত্রণের সঙ্গে অভিযুক্তদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এদিন দুপুরে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম কয়েকশ শিক্ষার্থী। সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে যায়। সেখানে শিক্ষার্থীরা বসে থেকে শ্লোগান দিতে থাকেন। পাশেই আইনজীবীদের একাধিক সংগঠন ব্যানার নিয়ে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে দেখা যায়।

Share.