বুধবার, জানুয়ারী ২২

১২ লক্ষ টাকার ফেনসিডিলসহ কেরানীগঞ্জে গ্রেপ্তার- ৩

0

ঢাকা অফিস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে ১২ লক্ষ টাকার ফেনসিডিল সহ তিনমাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব৷ গ্রেফতারকৃতরা হলেন, ১। মো. কামরুল হাসান ২। মো. সেলিম মোল্লা ৩। মো. ফারাবী ইসলাম (২৫), ১১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়৷ আজ ( ১১ অক্টোবর) শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন৷ তারা আর জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তিনজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য চালানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা আব্দুল্লাহপুর চেকপোস্ট বসানোর খবর পেয়ে ঢাকাগামী সার্ভিস লেনে নামিয়ে দেয় এবং দ্রুতগতিতে ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। র‌্যাবের আর ও একটি আভিযানিক দল মাইক্রোবাসটিকে রাজেন্দ্রপুর এলাকার রাজেন্দ্রপুর আন্ডারপাসের সামনে আব্দুল্লাহপুর হতে ঢাকাগামী সার্ভিস লেনের উপর থেকে মাইক্রোবাস সহ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেঁসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছি।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.