সোমবার, ডিসেম্বর ২৩

১৪ লাখ টাকার ইয়াবা বের হলো যাত্রীর পেট থেকে

0

ঢাকা অফিস: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন হাজার ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তার পাকস্থলী থেকে ইয়াবা বের করে আনতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগে যায়। এ ঘটনায় আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটক শাহীন (৩৫) বরগুনা জেলার সদর থানার আলমগীর হোসেনের ছেলে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে মো. শাহিন বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এ সময় আসামির গতি-বিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার পাকস্থলী থেকে ইয়াবা বের করে আনতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগে যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, কক্সবাজারের বালুখালীর সেলিম তাকে এই ইয়াবা হস্তান্তর করে। টঙ্গীর চেরাগ আলীর হাবিব (বাড়ি করিমগঞ্জ, কিশোরগঞ্জ) তাকে এই ইয়াবা আনার জন্য নিয়োগ করে এবং বিনিময়ে তার কাছ থেকে ধার করা ৪০ হাজার টাকা মাফ করে দেবে বলে জানায়। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় চৌদ্দ লাখ টাকা বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, নভোএয়ার যোগে কক্সবাজার থেকে সে এই ইয়াবা নিয়ে ঢাকায় আসে।

Share.