১৫০ টাকার বিরোধে যুবক খুন

0

ঢাকা অফিস: ১৫০ টাকার বিরোধ নিয়ে চট্টগ্রামের পটিয়ায় জসিম উদ্দিন (২৪) নামের এক যুবককে খুন করা হয়েছেন। সে পৌরসভার ৮নং ওয়ার্ডের তিতা গাজীর বাড়ির বাসিন্দা জাকির আহমদের পুত্র। পুলিশ খুনি কিশোর ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ রিপন (১৭)কে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ছুরিকাঘাতে জসিমকে প্রতিপক্ষ খুন করেছে। রিপন একই এলাকার মৃত হাশেম উদ্দিনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুনি রিপন মাদকের একটি মামলায় গত কয়েক দিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে ১৫০ টাকার বিরোধে যুবক জসিমের সাথে মাদক ব্যবসায়ী রিপনের বাকবিতন্ডা হয়। ওই সময় জসিম বাড়ির সামনে রাস্তায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার সময় তাকে ছুরি দিয়ে খুন করে। ছুরিকাহত জসিম পেট চেপে ধরে বিওসি রোড়ে এসে তাকে বাচাতে জনতার সাহায্য চায়। ওই সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন এবং খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুনি রিপন বখাটে ও মাদক ব্যবসায়ী।

Share.