ডেস্ক রিপোর্ট: ১৫ বছর পর দেশের মাটিতে পা রেখে গ্রেপ্তার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানানো হয়েছে। থাকসিনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে থাই সুপ্রিম কোর্ট। এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে। তিনটি আলাদা মামলায় এ সাজা দেওয়া হয়েছে তাকে। মামলাগুলো হচ্ছে- ক্ষমতার অপব্যবহার, অবৈধ কাজ এবং রাষ্ট্রীয় এক ব্যাংকে অবৈধভাবে বিদেশি ঋণ নেওয়ার নির্দেশ ও নমিনিদের মাধ্যমে অবৈধভাবে শেয়ার রাখা। দেশটির খাওসোদ মিডিয়া ও থাই পিবিএসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রাইভেট প্লেনে করে সিঙ্গাপুর থেকে ব্যাংককের ডন মুয়েং বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৯টার কিছুক্ষণ পরে অবতরণ করেন থাকসিন। এর কিছুক্ষণ পরেই থাকসিনকে গ্রেপ্তার করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। দেশের ফেরার পরেই থাকসিনকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এবং তিনি ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন এমন আশঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হলো। দেশের ফেরার আগে থাকসিনের বোন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, থাকসিন লাল রঙের টাই ও ডার্ক স্যুট পড়ে হেঁটে একটি ছোট প্লেনের দিকে যাচ্ছেন। থাকসিনের দেশে ফেরার খবরে হাজার হাজার সমর্থক লাল পোশাক পরে উল্লাস করেছেন।
১৫ বছর পর দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
0
Share.