সোমবার, জানুয়ারী ২০

১৬জানুয়ারী বোয়ালমারী পৌরনির্বাচন, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সামগ্রী

0

বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আগামীকাল শনিবার (১৬,জানুয়ারি)  ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন করা হবে।শুক্রবার ১৫,জানুয়ারী দুপুর ১২টায় প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী গ্রহন করেন।নির্বাচন সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,  সহকারী রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।এ পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।মোট ভোটার সংখ্যা ২২,২৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ১০,৮৮৩ এবং নারী ভোটার ১১,৩৭৬জন।মেয়র প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে রয়েছেন তিনজন।আওয়ামী লীগ মনোনীত সেলিম রেজা লিপন মিয়া নৌকা, বিএনপি মনোনীত আব্দুর শুকুর শেখ ধানের শীষ এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মৃধা লিটন জগ প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।সাধারণ কাউন্সিলর পদে ভোট যুদ্ধে ৩৪জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন রয়েছে।

Share.