১৭-২৬ মার্চ রাজধানীতে সময় নিয়ে রাস্তায় বের হওয়ার অনুরোধ

0

ঢাকা অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দেশের ভিভিআইপি অতিথি আসবেন বাংলাদেশে। তাঁরা রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেজন্য ১৭ থেকে ২৬ মার্চ ট্রাফিক ব্যবস্থায় খানিকটা বিঘ্ন ঘটতে পরে। ফলে এই সময়ে হাতে পর্যাপ্ত সময় নিয়ে রাস্তায় বের হতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের আগমন উপলক্ষে আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে’ নগরবাসীর প্রতি এ অনুরোধ জানান ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. মনিরুল ইসলাম।মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের রাস্তায় বিভিন্ন কনস্ট্রাকশন বা উন্নয়নমূলক কাজ চলছে। এসব কাজের জন্য সম্মানিত নাগরিকদের রাস্তায় চলাচলে অসুবিধা হচ্ছে। একদিকে ট্রাফিক ব্যবস্থার এই সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি পাঁচটি দেশের রাষ্ট্রপ্রতি ও সরকারপ্রধান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশে আসবেন।’ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশে এসে তাঁরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণসহ ঢাকা মহানগরীর বিভিন্ন ভেন্যু পরিদর্শন করবেন। সে কারণে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত নাগরিকদের রাস্তায় চলাচলে একটু অসুবিধা হতে পারে, ট্রাফিক ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হতে পারে। সেজন্য আমরা অনুরোধ করব, পরীক্ষাকেন্দ্রে বা কর্মস্থল বা যেখানে যাবেন; পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হবেন। যাতে আপনি অসুবিধায় না পড়েন। তবে আমরা চেষ্টা করব নগরবাসীর যাতে ভোগান্তি না হয় বা যতটা কমানো যায়। তারপরও ট্রাফিক ব্যবস্থায় কিছুটা বিঘ্নিত হতে পারে। সেহেতু রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে সবাই যাতে প্রস্তুতি নিয়ে বের হন।’ভিভিআইপিদের অবস্থানকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে মনিরুল ইসলাম বলেন, ‘এ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে। রাষ্ট্রের সম্মান ও ভাবমূর্তির কথা বিবেচনা করে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসমূহকে অত্যাবশ্যকীয় কর্মসূচি ব্যতীত কোনো ধরনের কর্মসূচি ঘোষণা না করার আহ্বান জানাচ্ছি।’

Share.