শনিবার, ডিসেম্বর ২৮

১৮ ঘণ্টা বরফের নিচে থেকেও জীবিত কিশোরী

0

ডেস্ক রিপোর্ট: ১৮ ঘণ্টা বরফের নিচে আটকে থাকার পর এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এ কিশোরীর নাম সামিনা বিবি। ওই কিশোরী বলেন, হিমবাহ আঘাত করার পরে নিজের বাড়িতেই একটি কক্ষের ভেতরে আটকে পড়েন তিনি। বরফের নিচে সেই কক্ষে তৈরি হওয়া ফাঁদে শুয়েছিলেন জীবনের অনিশ্চয়তা নিয়ে। উদ্ধারের আগে বেঁচে থাকার খুব একটা আশা সে করেনি। তিনি ধরেই নিয়েছিলেন আমি সেখানেই মরে যাবেন। সামিনাকে বাকওয়ালী গ্রাম থেকে উদ্ধার করে মুজাফফরাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। তার মা শাহনাজ বিবি জানিয়েছেন যে, বরফের ধস যখন আঘাত হেনেছিল তখন তার পরিবারের সদস্যদের নিয়ে তাদের তিন তলা বাড়িতে গোল হয়ে আগুন পোহাচ্ছিলেন সবাই মিলে। তারা কোনো শব্দ শুনতে পাননি। মুহূর্তের মধ্যেই সব ঘটে যায়। সেই কিশোরীর মা আরও বলেন, এমনকি মেয়েকে ফেরত পাবার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই কিশোরীর পা ভেঙে গেছে এবং তার মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পুরো পাকিস্তান জুড়ে বরফধস আক্রান্ত এলাকাগুলোতে প্রায় একশ মানুষ মারা গেছে। আর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আটজন মারা যাওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

Share.