বুধবার, জানুয়ারী ২২

১৯৭২-এ নিজেদের লেখা সংবিধান আওয়ামী লীগই সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে: গয়েশ্বর চন্দ্র রায়

0

ঢাকা অফিস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৭২-এ নিজেদের লেখা সংবিধান আওয়ামী লীগ সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ৭১ এর ১৬ ডিসেম্বরের আকাঙ্খাকে বাস্তবায়ন করতেই ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহি জনতা বিপ্লব ঘটিয়েছিল। এসময় জিয়াউর রহমানকে চিনতে হলে বাংলাদেশকে চেনার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গেল ২০ বছর ৭ নভেম্বর সম্পর্কে আওয়ামী লীগ মিথ্যাচার করেছে। শহীদ জিয়াকে যারা মানে না তারা ফ্যাসিবাদের দোসর, তারা দেশে থাকার অধিকার রাখে না। আলোচনা সভায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ছুটি পুনর্বহালের দাবি জানান স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

Share.