ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান উপলক্ষ্যে ১ কোটি মানুষের জন্য একটি ফুড প্যাকেজের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বসবাসরত অভাবী পরিবারগুলোর জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের স্ত্রী আমিরাত ফুড ব্যাংকের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান শেখ হিন্দ বিনতে মাকতুম বিন জুমআহ আল মাকতুম এ প্যাকেজ ঘোষণা করেন। ১ কোটি মানুষের জন্য বরাদ্দকৃত এ ফুড প্যাকেজ আরব আমিরাতে বসবাসরত অভাবী পরিবারগুলোর জন্য দেশের বৃহত্তম জাতীয় ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস ফাউন্ডেশন কমিউনিটি সংহতি তহবিলের সহযোগিতায় বিনামূল্যে খাবার বিতরণের এই কার্যক্রম আয়োজন করছে। শেখ হিন্দ বিনতে মাকতুম বিন জুমআহ জানান, করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে সারাবিশ্বে যে অর্থনৈতিক, মানবিক ও সামাজিক পরিণতি ঘটেছে, তার ফলে সমাজের দুর্বল গোষ্ঠীগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের দুর্দশা দূর করতেই আমিরাত শাহীর এ উদ্যোগ।
১ কোটি মানুষের জন্য ফুড প্যাকেজ ঘোষণা আমিরাতের
0
Share.