ডেস্ক রিপোর্ট: দেশকে ২০২৫ সালের মধ্যে পুরোপুরি ধূমপান মুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনা গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ড। এরই অংশ হিসেবে ২০০৪ সালের পর জন্ম নেয়াদের কাছে তামাকজাত পণ্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করতে একটি প্রস্তাব পেশ করা হয়েছে।ধীরে ধীরে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। আর এজন্য বিভিন্ন পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে। যেমন সিগারেটে নিকোটিনের পরিমাণ কমিয়ে দেয়া এবং তামাকজাত পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করা। যদি নিউজিল্যান্ডের সরকার সফল হয়, তাহলে একটি পুরো প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে পারবে তারা।সরকারের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অ্যাডভোকেসি গ্রুপগুলো। তারা বলছে, প্রতি বছর নিউজিল্যান্ডে তামাকজনিত রোগে আক্রান্ত হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়। তবে অনেকের এর সমালোচনা করেছে। তারা বলছে, এতে কালো বাজারে বড় চাহিদা তৈরি হতে পারে।দেশটিতে এমনিতেই চোরাচালানের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আরও বড় সমস্যা তৈরি করবে। তবে এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার আগে এ বিষয়ে মতামত দিতে নিউজিল্যান্ডের মানুষজনের কাছে জানতে চাওয়া হয়েছে।
২০০৪ সালের পর জন্ম নেয়াদের জন্য ধূমপান নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড
0
Share.