২০২০ সাল

0
২০২০ সাল 
লেখক: দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ

ভাগ্য লিখন, না-যায় খণ্ডন, ঘটছে যাহার ঘটা ।

অঘটন, কুফা, যাহাই বলো, বিদায় জানাও টা-টা ।

যাবার সময়, এলো বলে, বিদায়ের এই বার্তা,

ঘটানা চক্রে, ঘটবে তাহাই, জানে ভাগ্য বিধাতা ।

উনবিংশ হতে, বিংশ শতাব্দীর, ফুঁটছে আতশ বাঁজি ।

হয়নি কিছুই, ভাবছি কতোই, বিশে-বিশ পুর্ণ আজি …

Share.