স্পোর্টস ডেস্ক: ফুটবলে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবটা সুদূর প্রসারী। সংশ্লিষ্টদের কথায় তেমনটাই মনে হচ্ছে। এখন সব ধরনের ফুটবলই বন্ধ। অচিরেই ফুটবল শুরু করা যাবে, এমন আশাও করা যাচ্ছে না। কারণ শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষাই নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে দেশগুলোর আন্তর্জাতিক ভ্রমণে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার বিষয়টিও। এমন সব বিধি নিষেধের কারণে ফিফা সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি মনে করছেন, ২০২১ সালের আগে বেশির ভাগ আন্তর্জাতিক ফুটবলই আর শুরু করা যাবে না! তার মতে, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি পরিস্থিতিটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। শুধু বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি, নানা ধরনের প্রস্তুতির ব্যাপারই এখানে যুক্ত নয়, কত দ্রুত আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হতে পারে, সেটিও যুক্ত আছে।’ মার্চ, জুনের সূচিতে ফুটবল হওয়ার কথা থাকলেও এখন সবগুলোই স্থগিত। সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বরে আলাদা উইন্ডো খোলা আছে, তবে মন্টাগলিয়ানির অনুমান সেই সূচিতেও সম্ভব নয় কোনো ফুটবল, ‘আমার মনে হয় ঘরোয়া ফুটবলই প্রাধান্য পাবে। সেপ্টেম্বর এখনও পরিকল্পনায় আছে, তবে পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তাতে সেটি হওয়ার ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’ তাহলে সম্ভাব্য সূচিটা কেমন হতে পারে? এমন প্রশ্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কনকাকাফেরও সভাপতি মন্টাগলিয়ানি বলেছেন, ‘আমি মোটামুটিভাবে নিশ্চিত যে ২০২১ সালের মার্চের উইন্ডোই এর জন্য ঠিক আছে। তবে মূল লক্ষ্যই থাকবে আমাদের ঘরোয়া লিগগুলি। তার পরে ইভেন্ট।’
২০২১ সালের আগে হচ্ছে না আন্তর্জাতিক ফুটবল: মন্টাগলিয়ানি
0
Share.