সোমবার, ডিসেম্বর ২৩

২০২১ সালে আসছে সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’

0

বিনোদন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে যেন জনপ্রিয়তাও বাড়ছে বলিউড ভাইজান সালমান খানের। একের পর এক বক্স অফিস কাঁপিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ ‘দাবাং থ্রি’ দিয়ে বাজিমাত করেছেন। আগের পর্বগুলোর মতো না হলেও ছবিটি সালমানের নামের সুবিচার করেছে। সিনেমা কীভাবে হিট করাতে তা খুব ভালো জানেন সালমান। তার দূরদর্শিতার প্রশংসা সবাই করে। কোন উপলক্ষে কেমন মেজাজের ছবি চাই সেটাও ভালো বুঝেন তিনি। তাই আগেভাগে ঘোষণা দিয়েই মাঠে নামেন। ২০২০ সালের ঈদে ‘রাধে’ ছবিটি মুক্তি পাবে, এ কথা সবাই জানে। এবার সালমান ঘোষণা দিলেন ২০২১ সালে তার ঈদের সিনেমার। তার ভক্তরা এই ঘোষণার অপেক্ষায় ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। গত শুক্রবার (১০ জানুয়ারি) সালমান জানান, ২০২১ সালের ঈদে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে ছবি মুক্তি পাবে তার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। এ ছবির গল্প সাজিদ নাদিয়াদওয়ালার, প্রযোজনাও করবেন তিনিই। ‘হাউসফুল ফোর’-খ্যাত ফারহাদ শামজির পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষের দিকে। নায়িকার খোঁজ চলছে এখন।

Share.