২০ বছর পর ছাড়া পাওয়া ফিলিস্তিনিকে আবারও গ্রেফতার

0

ডেস্ক রিপোর্ট: ২০ বছর পর ছাড়া পাওয়ার আনন্দে অনুষ্ঠান করায় ফিলিস্তিনি ব্যক্তিকে একদিন পর আবার গ্রেফতার করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মজিদ বারবার নামে ওই ফিলিস্তিনের বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।  ইসরাইলি জেলখানা থেকে ২০ বছর পর ছাড়া পাওয়ার একদিন পর ৪৫ বছরের মজিদ বারবারকে মঙ্গলবার রাতে আবার গ্রেফতার করা হয়।জেরুজালেমের রাস-আল-আমৌদ এলাকা থেকে ২০০১ সালে ওই ফিলিস্তিনি যুবককে প্রথম গ্রেফতার করা হয়েছিল।মজিদের ভাই ইজ্জেদিন বারবার গণমাধ্যমকে জানান, ২০ বছর কারাভোগের পর গত সোমবার তার ভাই ইসরাইলি জেল থেকে ছাড়া পান। এ উপলক্ষ্যে তার পরিবার এক অনুষ্ঠানের আয়োজন করে।আর এতেই ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরাইলি বাহিনী তার বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ১২ জনকে আহত করে মজিদকে আবার গ্রেফতার করে নিয়ে যায়।   

Share.