২০ বছর পালিয়েও রক্ষা হলো না, অবশেষে র‌্যাবের জালে ধরা

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি জামাল উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করেছেন র‌্যাব ১৫-এর সদস্যরা। কক্সবাজার টেকনাফের খারাংখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদে টেকনাফ থানার খারাংখালী এলাকা থেকে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষ্যংখালীর জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি আরো জানান, আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

Share.