ডেস্ক রিপোর্ট: ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের চলমান বিক্ষোভ পৌঁছেছে ২৫ তম দিনে। দিল্লি সীমান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। চলতি বছরের শেষ নাগাদ এই অচলাবস্থার সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এদিকে কৃষক আন্দোলনে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন হরিয়ানার বিজেপি নেতা বিরেন্দ্রর সিংহ। খবর ইন্ডিয়া টাইমসের। অন্যদিকে হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার এক বিবৃতিতে বলেছেন, কৃষকরা হ্যাঁ অথবা না ছাড়া এগিয়ে আসলে সরকার আলোচনার জন্য প্রস্তুত আছে। এর আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে লেখেন, কৃষিতে সংস্কার কৃষকদের সাহায্য করছে।
২৫ তম দিনে গড়াল ভারতের কৃষক আন্দোলন
0
Share.