বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

২৬ বছর আগের কীর্তি ফিরিয়ে নিজেদের কাজ সেরে রাখল আর্সেনাল

0

স্পোর্টস রিপোর্ট: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই যে শেষ দিনে যাবে, সেটা অনুমেয়ই ছিল। আগের দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটিকে ঠেলে ফের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। রোববার লিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। তাদের এ জয়েই নিশ্চিত হলো শেষ দিনেই হবে লিগ শিরোপার ফয়সালা। ইউনাইটেডের কাছে আর্সেনাল হারলে, পরের ম্যাচে টটেনহামকে হারালেই হ্যাটট্রিক লিগ শিরোপা নিশ্চিত হতো সিটির। তবে ইতিহাস গড়েই লিগ জমিয়ে তুললো মিকেল আর্তেতার শিষ্যরা। সাকা-ওডেগার্ডরা এ নিয়ে টানা তিন ম্যাচে হারালো রেড ডেভিলসদের। সবশেষ ১৯৯৮ সালে ইউনাইটেডের বিপক্ষে টানা তিনজয় পেয়েছিল গানাররা। এছাড়া এ নিয়ে মাত্র চতুর্থবার লিগ মৌসুমে দুই দেখাতেই ইউনাইটেডের বিপক্ষে জয় পেল আর্সেনাল। আর্সেনালকে এতো কীর্তি উদযাপনের উপলক্ষ এনে দিয়েছেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২০ মিনিটেই কাই হাভার্তজের লো ক্রস থেকে ফাঁকা জালে বল জড়ান তিনি। এরপর ম্যাচে দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও গোল আর হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। বর্তমানে ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের ঝুলিতে রয়েছে ৮৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৮৫।

Share.