শনিবার, জানুয়ারী ২৫

২৮ তারিখ আন্দোলনে ব্যর্থ হয়ে গার্মেন্টসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বিএনপি: হাছান মাহমুদ

0

ঢাকা অফিস: গার্মেন্ট শ্রমিক আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ২৮ তারিখ আন্দোলনে ব্যর্থ হয়ে গার্মেন্টসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বিএনপি। শ্রমিক আন্দোলনে নেতৃত্ব যারা দিচ্ছে তাদের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় হরতাল অবরোধের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার চলবে বলে হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ। রাজধানীতে সতর্ক অবস্থানে থেকে বিএনপি-জামায়াতের অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যরা।

Share.