বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

২ গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার সঙ্গে জার্মানির ড্র

0

স্পোর্টস ডেস্ক : চোটে জর্জর জার্মানি ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে তাদের রুখে দিয়েছে আর্জেন্টিনা। বুধবার প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পায়নি জার্মানি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন দলের কেউ জায়গা পাননি একাদশে। দলে নতুন মুখ ছিলেন রবিন কোচ ও লুকা ওয়াল্ডশুমিট। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও অদম্য চেষ্টায় প্রথমার্ধে দাপট দেখায় জার্মানরা। জ্যাশ গিন্যাবরি ১৫ মিনিটে এগিয়ে দেন স্বাগতিকদের। জাতীয় দলের হয়ে ১১তম ম্যাচে দশম গোল করেন তিনি। ৭ মিনিট পর তার অ্যাসিস্টে জাল খুঁজে পান কাই হাভার্জ। মার্সেল হ্যালসটেনবার্গের বাঁ পায়ের ফ্রি কিক ক্রসবারে আঘাত করলে ব্যবধান ৩-০ হয়নি। আর্জেন্টিনার রোদ্রিগো দে পলের দূরপাল্লার শটও ক্রসবারে লাগে। নিষেধাজ্ঞায় এই ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির। ছিলেন না আনহেল দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরো। এই দলটি ৬৬ মিনিটে ব্যবধান কমায় লুকাস আলারিওর গোলে। চার নবাগতকে নিয়ে গড়া জার্মানি শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিল। সেই সুযোগে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। ৮৫ মিনিটে আলারিওর বাড়িয়ে দেওয়া বলে লুকাস ওকাম্পোস ফেরান সমতা।

Share.