বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

২ ফেব্রুয়ারি থেকে শীতের দাপট কমতে শুরু করবে বাংলাদেশে

0

ঢাকা অফিস: কয়েকদিন আগেই সারা দেশে হয়ে গেল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বুধবার বিকালেও ঢাকায় ঝরে বৃষ্টি, যার পরিমাণ ছিল ৪ মিলিমিটার। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালেও বৃষ্টি হয়। সিলেটে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই মাঘের বৃষ্টি পারদ নামিয়েছে দ্রুত। দাপট বাড়াচ্ছে শীত। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় নেমে যাবে । দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে। রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস এসেছে, শুক্রবার রাজধানীর তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামবে। গতকাল ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানেই ৫-৬ ডিগ্রি নামার আভাস জানান দিচ্ছে, শিগগিরই জেঁকে বসতে যাচ্ছে তীব্র শীত। আবহাওয়া অদিদপ্তর বলছে, জানুয়ারির শেষ পর্যন্ত দিনেরও শীতের আমেজ থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বাড়বে না। বেশির ভাগ জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে ১১-৮ ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে । আভাস মতে, ২ ফেব্রুয়ারি থেকে দাপট কমাতে শুরু করবে শীত।

Share.