মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন: নির্বাচন কমিশন (ইসি)

0

ঢাকা অফিস:আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি।নির্বাচন কমিশন সচিবালয় পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস। এ বছরের ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে।’এর আগে গত ২০ ফেব্রুয়ারি কমিশন জানায়, এবারের জাতীয় ভোটার দিবস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে উদযাপন করতে চায় নির্বাচন কমিশন।

Share.