২ সন্তানের জননীকে পটুয়াখালীতে পুরিয়ে হত্যা

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মুন্নি আক্তার (২৬) নামের ২ সন্তানের জননীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগের মামলায় স্বামী ও ননদকে আটক করেছে পুলিশ। গত ৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামলা গ্রামের তালুকদার বাড়ি বাজার এলাকায় সরকার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, আত্মহত্যা নয়, মুন্নির মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। মুন্নি আক্তার কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলার সরাইল গ্রামের… এর মেয়ে এবং উপজেলার জামলা গ্রামের মৃত. আঃ রব সর্দারের বড় ছেলে লিটন সর্দারের (৫২) স্ত্রী। বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন সর্দার প্রথম স্ত্রী রেখা বেগমকে তালাকের পর কুমিল্লা রুটে গাড়ি চালানোর সুবাদে গত ৮/৯ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে দেবর ননদরা যৌতুককে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই গোলযোগ হতো। পারিবারিক গোলযোগের জের ধরে মঙ্গলবার ৩ জানুয়ারি সকালের দিকে কথার কাটাকাটি হয়। এরপর দুপুরের খাবার দাবার রান্না প্রায় শেষে হলে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দৌড়ে আসে এবং মুন্নিকে আগুনে ঝলসানো অবস্থায় পুকুরে ভাসতে দেখে প্রথমে ওই বাড়ির আরেক ঘরের শশী নামের এক কিশোরী উদ্ধারে এগিয়ে এলে তা দেখে তার ননদও সহযোগিতা করে। এরপর ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে এলে প্রতিবেশীদের নিয়ে স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বরিশালে রেফার করা হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে বিকেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ময়নাতদন্তের পর লাশ কুমিল্লায় মুন্নির গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Share.