বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

৩৫৬৬ মে. টন আমন ধান ঝালকাঠিতে ক্রয় করবে সরকার

0

ঢাকা অফিস: ঝালকাঠি জেলায় আমন ধান কর্তন এখনো শুরু হয়নি। আরও ১৫ দিন পরে ধান কাটা শুরু হবে। খাদ্য বিভাগ অভ্যান্তরিন সংরক্ষন অভিযান ২০১৯-২০ এর আওতায় ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন থেকে ৩৫৬৬ মে. টন আমন ধান ক্রয় করবে। ২৬ টাকা কেজি দরে ১ জন কৃষক সর্বোচ্চ ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩. মে. টন ধান সরকারী গোডাউনে বিক্রি করতে পারবে। ক্রয়কৃত ধানের ময়েসচার ১৪% থাকতে হবে এবং চিটা যুক্ত ধান ক্রয় করা হবে না। কার্ডধারী কৃষক ধান বিক্রি করতে পারবেন। ঝালকাঠির সদর উপজেলায় ৯৭০ মে. টন, নলছিটি উপজেলায় ৯৮৬ মি. টন, রাজাপুর উপজেলায় ৮৩৩ মে. টন ও কাঠালিয়া উপজেলায় ৭৭৭ মে. টন সংগ্রহ অভিযানে আমন ধান ক্রয় করা হবে। বাংলাদেশে ১১টি জেলায় কৃষি এ্যাপস এর মাধ্যমে কৃষকরা অন লাইনে ধান বিক্রির জন্য জানাতে পারবেন এবং খাদ্য বিভাগ থেকে কৃষককে জানিয়ে দেওয়া হবে তিনি ধান কোন গোডাউনে কত তারিখ নিয়ে যাবেন। বরিশাল বিভাগের মধ্যে ভোলা ও বরিশাল জেলায় কৃষি এ্যাপসএর অনলাইন সুবিধা এখন পর্যন্ত্র সম্প্রসারিত হয়েছে।

Share.