বুধবার, জানুয়ারী ২২

৩৮ জেলায় প্রাথমিকে সহকারী শিক্ষক যোগদান স্থগিত

0

ঢাকা অফিস: উচ্চ আদালতের স্থগিত আদেশের পর ৩৮ জেলায় সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করে এই আদেশ জারি করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি এসব জেলার নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের কথা ছিল। এই নিয়োগ নিয়ে সংক্ষুব্ধ প্রার্থীদের হাইকোর্টে রিট আবেদনের পর আদালত এই নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।  প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্থগিত আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলে ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষণ করা হয়নি অভিযোগ করে দায়ের করা রিট হাইকোর্টে চলছে। ওই রিটের আদেশে ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম করেন আদালত। ফলে, এসব জেলায় ১৬ ফেব্রুয়ারি যোগদানের অনিশ্চয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি নিয়োগ করা শিক্ষকদের যোগদান করা হয়। নতুন নিয়োগ পাওয়া এই শিক্ষকদের যোগদানের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আদেশে উল্লেখ করা হয়।

Share.