বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

৩ জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ

0

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজে আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিকযোগাযোগ মাধ্যমে মার্টিনেজ লিখেছেন, আমি ঘোষণা দিতে পেরে আনন্দিত যে, ৩ জুলাই থেকে ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু করবো। আমার যাত্রা শুরু হবে বাংলাদেশকে দিয়ে, যেখানে আমি ফান্ড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস দলের সঙ্গে সাক্ষাত করবো। মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত। শুরুতে বাংলাদেশে আসলেও মার্টিনেজের এই সফরের মূল উদ্দেশ্য ভারত। তাই এদিনই তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

Share.