৩ ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে আটক

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিককে আটক করেছে তালেবান। অলাভজনক ব্রিটিশ গ্রুপ প্রেসিডিয়াম নেটওয়ার্ক শনিবার এ কথা জানিয়েছে। গ্রুপটি টুইটারে বলেছে তারা ‘দুটি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের সঙ্গে কনস্যুলার যোগাযোগ সুরক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম করছি এবং আমরা পরিবারগুলিকে সমর্থন করছি।’ প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস স্কাই নিউজকে বলেছেন, ‘আমাদের ধারণা তারা সুস্থ আছে এবং তাদের ভালো চিকিৎসা করা হচ্ছে। তারা নির্যাতনের মতো কোনো নেতিবাচক আচরণের শিকার হয়েছে এ ধরনের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা আটক অবস্থায় যতটুক ভাল থাকা যায় তার সর্বোচ্চটা আছে বলে নিশ্চিত করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, কর্তৃপক্ষের মধ্যে ‘কোন অর্থপূর্ণ যোগাযোগ’ হয়নি এবং প্রেসিডিয়াম সহায়তা করছে। তিনজনের মধ্যে দুজনকে জানুয়ারিতে আটক করা হয়েছে। তৃতীয় আরেকজনকে কবে থেকে আটক রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায় নি। প্রেসিডিয়াম টুইটারে বিষয়টিকে ভুল বুঝাবুঝি বিবেচনা করে তাদেরকে ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

Share.