বুধবার, জানুয়ারী ২২

৪০ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৫১ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার কুয়ালালামপুরের সিগামুট এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় ভোর ৪টায়। স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে কুয়ালালামপুর ইমিগ্রেশনের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৭টি রুম তল্লাশি করে ১৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ৩ থেকে ৪৫ বছরের মধ্যে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: বাংলাদেশি ৪০ জন, ইন্দোনেশিয়ান ৬ জন, নেপালি ৪ জন ও পাকিস্তানি ১ জন। ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না। তাদের সবাইকে ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। অভিযানের সময় এক বাংলাদেশি নাগরিকের বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার স্ত্রীর কাছে বৈধ ডকুমেন্ট না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে। ওই বাংলাদেশি স্ত্রীর মুক্তি দাবি করলেও ইমিগ্রেশন আইন অনুযায়ী তাকে আটক রাখা হয়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস ও কাজ করা অভিবাসীদের আটক করা হচ্ছে।

Share.