ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের সেনাদের পাল্টা হামলায় প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া হাজারো রুশ সেনা আহত হয়েছে বলেও জানান তিনি। আলজাজিরা জানায়, গতকাল মঙ্গলবার রাতে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এক ভাষণে বিস্তারিত তথ্য দেন জেলেনস্কি। তবে নিজ দেশের সেনাদের হতাহত সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে উভয় পক্ষের যুদ্ধে বহু সেনা হতাহত হয়েছে।
৪০ হাজার রুশ সেনা নিহতের দাবি জেলেনস্কির
0
Share.