ডেস্ক রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তি মারা যাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। করোনার নতুন ধরণের নাম জেএন.১ ধরন। যে দেশগুলোর মানুষ আক্রান্ত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাজ্য ও সুইডেন ও ভারত। সূত্র, ওয়াশিংটন পোস্ট। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, করোনাভাইরাসের সাবভ্যারিয়েন্ট জেএন.১ ভারতসহ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিলো প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে এটির বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার হার ২৭ দশমিক ১। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার ( ২০ ডিসেম্বর) বলা হয়, কেরালা রাজ্যে সংক্রমণ বেশি। গত ২৪ ঘণ্টায় ২৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১১৫। ১-১৭ ডিসেম্বর পর্যন্ত ১০ জন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ থেকে ৫০ শতাংশই জেএন.১ উপধরনে আক্রান্ত হচ্ছেন। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে। শুক্রবার ( ২২ ডিসেম্বর) সিডিসির পক্ষ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের সম্ভাব্য এ চিত্রের কথা জানানো হয়েছে। সিডিসি জানায়, করোনাভাইরাসের জেএন.১ উপধরনে আক্রান্তের হার ক্রমে বাড়ছে। যুক্তরাষ্ট্রে এখন করোনার যতগুলো ধরনে মানুষ আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে এ ধরন সবচেয়ে বেশি ছড়িয়েছে। সিডিসি জানায়, জেএন.১-এর কারণে সংক্রমিত হওয়া ও হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়বে কি না কিংবা কতটা বাড়তে পারে, তা বলার সময় এখনো আসেনি। তবে তারা বলছে, করোনা মোকাবিলায় এখন যেসব টিকা প্রয়োগ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়, সেগুলো জেএন.১-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
৪১ দেশে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন
0
Share.