মঙ্গলবার, ডিসেম্বর ২৪

৪৪ ম্যাচ পর লিভারপুলের হার

0

স্পোর্টস ডেস্ক: সব কিছুরই যে শেষ আছে, এই কথাটা মানতে বাধ্য লিভারপুল। ৪৪ ম্যাচ ও ৪২২ দিন অপরাজিত থাকার পর ভুলতে বসা হারের তেতো স্বাদ পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে রেডরা হেরেছে ৩-০ গোলে। লিভারপুলের সর্বশেষ হারটি ছিল ২০১৯ সালের ৩ জানুয়ারি। এই হারে ইংলিশ লিগে টানা ও সর্বোচ্চ ১৯ জয়ের রেকর্ড করা থেকে বঞ্চিত হয়েছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগে যৌথভাবে টানা ১৮ জয় নিয়ে থাকতে হচ্ছে তাদের। প্রথমার্ধে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি। বিপরীতে বেশ কিছু সুযোগ পেয়েছিল ওয়াটফোর্ড। বিরতির আগে সুবর্ণ সুযোগটি ছিল ট্রয় ডিনির। সেটি রুখে দিয়েছেন আলিসন। গত সপ্তাহে এই লিভারপুল ওয়েস্ট হ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল। এবার তা হয়নি, উল্টো খেই হারিয়ে বসে দ্বিতীয়ার্ধে। ৫৪ ও ৬০ মিনিটে জোড়া গোল করে ওয়াটফোর্ডকে এগিয়ে নিয়েছেন সার। ৭২ মিনিটে তৃতীয় গোলটি করেন ডিনি। হারটা লিভারপুলের জন্য অপ্রত্যাশিত হলেও শিরোপা জেতার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ২৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই তারা। নিচের দিকের দল ওয়াটফোর্ডের ২৮ ম্যাচে সংগ্রহ ২৭ পয়েন্ট।

Share.