মঙ্গলবার, ডিসেম্বর ২৪

৪৯ নয় ৪০ কেজিতে মন এবং প্রতি মন ধান ১৫০০ টাকা নির্ধারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৪৯ নয় ৪০ কেজিতে মন এবং ধানের মন প্রতি পনেরশ টাকা নির্ধারনে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলা কৃষক সমিতি। মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন তারা। বিক্ষোভ মিছিলে লাল পতাকা হাতে উপজেলার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সদস্য কমরেড নাসির তালুকদার ও সদস্য নয়ানাভিরাম গাইন। বক্তারা বলেন, এখনো এ অঞ্চলে ৪৯ কেজিতে ধানের মন নির্ধারন করে আসছে একটি সিন্ডিকেট। তাই ৪৯ কেজির প্রথা বাদ দিয়ে ৪০ কেজিতে ধানের মন নির্ধারন এবং কৃষকরা যাতে ধানের নায্য মূল্য পায় সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি একটি স্মারকলিপি পেয়ছি, এটা আসলে দুক্ষজনক। এ ব্যাপারে মাইকিং করে নিশেধ করতে বলছি। সারাদেশপ ৪০ কেজিতে মন তাই হবে, না শুনলে আইনী ব্যাবস্তা গ্রহন করা হবে।

Share.