৪ দিন পর করোনায় মৃত্যু চার হাজারের নিচে নামল

0

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনাভাইরাসে টানা চারদিন ধরে ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে গত ২৪ ঘণ্ঠায়। সোমবার এ তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্যবিভাগ।জানা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় (রোববার) ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে শনিবার ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়। শুক্রবার শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার জন। বৃহস্পতিবার ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।এ ছাড়া এদিন করোনায় সংক্রমিত হয়ে ৩ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন শনিবার ৪ হাজার ৯২ জনের মৃত্যু হয়। শুক্রবার দেশটিতে রেকর্ড ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়। এদিনই ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৩ হাজার ৯১৫ জন মারা যান।সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। মোট প্রাণহানি ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়।

Share.