ঢাকা অফিস : নতুন পুরাতন মিলিয়ে ছয়টি প্রকল্পে প্রায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন দিচ্ছে সরকার। চলতি অর্থবছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের ২০তম সভায় দেয়া হচ্ছে এই অনুমোদন।মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে শুরু হতে যাওয়া একনেক বৈঠকে এর অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে একনেক সূত্র।সূত্রটি জানিয়েছে, এসব প্রকল্পের মধ্যে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে ছয় মাস, আর নতুন করে বরাদ্দ দেয়া হচ্ছে ২৪৯ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় সংশোধনী এনে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে বরাদ্দ দেয়া হচ্ছে ৭১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। টেবিলে তোলা সুন্দরবন সুরক্ষা প্রকল্পে বরাদ্দ দেয়া হতে পারে ১৫৭ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টাকা। চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগ স্থাপনে দরকারি যন্ত্রপাতি ক্রয় প্রকল্পটিও। যার সম্ভাব্য ব্যয় প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা।এছাড়া, ১ হাজার ১০৩ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে দেশের ২৬টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পেও অনুমোদন দিতে যাচ্ছে একনেক। সবমিলে সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য আলোচনার টেবিলে উপস্থাপিত হতে যাওয়া ছয়টি প্রকল্পের আনুমানিক প্রাক্কলিত ব্যয় হতে পারে ৩ হাজার ৯৮১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকা।
৪ হাজার কোটির ৬ প্রকল্প একনেকে অনুমোদন
0
Share.