শুক্রবার, ডিসেম্বর ২৭

৪ হাজার ২৪৫ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৪হাজার ২৪৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ৭ প্রকারের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্ত¦রে রবি কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এসব সার বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কৌশিক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিতরণকালে এসব কৃষকদের হাতে গম, ভুট্রা, খেসারী, সরিষা, সূর্যমূখী, সয়াবিন, মুগ ডালের৩৯০ কেজি, বীজ এবং ৯’শত কেজি ডিএপি ও এমওপি সার তুলে দেয়া হয়।

Share.