বুধবার, জানুয়ারী ২২

৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিকুল ইসলাম

0

ঢাকা অফিস: ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়াও তার জামিন নামঞ্জুর করা হয়েছে বলে জানা যায়।এছাড়াও একই মামলায় এ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা–পুলিশ। মোহাম্মদপুর থানার একটি মামলায় অতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

Share.