বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

৬ জুন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া

0

স্পোর্টস রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে মঙ্গলবার বিমানযোগে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। দল আসলেও তিন দিন আগে তিন কর্মকর্তা এসে অনুশীলন ভেন্যু ও আনুষঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করেন। ঢাকায় এসে গতকাল কোন অনুশীলন না করে বিশ্রামে ছিল ‘সকারুস’ বাহিনী।  আজ ম্যাচ ভেন্যু ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ঘাম ঝরাবে তারা। পরদিন ৬ জুন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ম্যাচ খেলে সেদিনই রাতে চলে যাবে অস্ট্রেলিয়া দল। প্রথম লেগে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য থাকবে যথাসম্ভব হারের ব্যবধান কমিয়ে আনা বা ড্র করা।

Share.