৬ দিন পর সরলো এভার গিভেন, মুক্ত হলো সুয়েজ খাল

0

ডেস্ক রিপোর্ট: ছয় দিনের জাহাজযটের পর সুয়েজ খাল থেকে অবশেষে সরানো গেছে বৃহত্তম মালবাহী জাহাজ এভার গিভেনকে। গত (২৩ মার্চ) মঙ্গলবার থেকে সুয়েজ খালে আটকে ছিল বিশাল মালবাহী এ জাহাজটি।আজ সোমবার (২৯ মার্চ) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পেছনের অংশ সরিয়ে আড়াআড়ি আটকে থাকা জাহাজটিকে সোজা করা গেছে। মেরিটাইম সার্ভিস সংস্থা ইনচকেপও জাহাজটির মুক্ত হওয়ার খবর দিয়েছে।টাগবোট আর ড্রেজার দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর সরানো গেল বৃহত্তম এ মালবাহী জাহাজটি। বাণিজ্যিক চলাচলের জন্য মিশরের এই সুয়েজ খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।জাপানের এভারগ্রিন ফ্লিট কোম্পানির এই এভার গিভেন জাহাজটি আটকে থাকায় অন্য জাহাজগুলোকে আফ্রিকা অভিমুখে ফেরত যেতে হয়েছিল।কয়েকদিন ধরে জাহাজটি সরিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কর্তৃপক্ষ রোববার থেকে জাহাজে থাকা কন্টেইনার সরাতে শুরু করেন। প্রায় ২০ হাজার কন্টেইনার সরিয়ে নেওয়ার পর জাহাজটি সোমবার সরানো গেল।

Share.