ঢাকা অফিস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম টানা ৬ দিন বন্ধ থাকবে।বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৯ জুলাই (সোমবার) থেকে ২৪ জুলাই (শনিবার) শনিবার পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ জুলাই (রোববার) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।এদিকে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ঈদে ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
0
Share.