৬ মাস পর চীনে খুলল সিনেমা হল

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ছয় মাস বন্ধ থাকার পর চীনে সিনেমা হলগুলো আবার খুলতে শুরু করেছে। চীনের ফিল্ম প্রশাসন বলছে, সংক্রমণ কম থাকা জায়গাগুলোতে সোমবার থেকে খোলা হয়েছে সিনেমা হল।সেই জানুয়ারি থেকে চীনে সিনেমা হল বন্ধ থাকায় লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন।এখন সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলগুলো খোলা হচ্ছে। লোক বসবে মাত্র ৩০ শতাংশ সিটে।বিবিসি জানায়, যাঁরা হলে যাবেন, তাঁদের তাপমাত্রা মাপা হবে এবং সবার জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক। টিকেট কিনতে হবে অনলাইনে। দর্শকদের এক মিটার দূরত্ব রেখে বসতে হবে। হলে নিষিদ্ধ থাকবে খাবার কিংবা পানীয়ও।

Share.