বুধবার, জানুয়ারী ২২

৬.২ মাত্রায় জাপানে শক্তিশালী ভূমিকম্প

0

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ জাপানের কোশিমা অঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০.৬ কিলোমিটার (৪৩.৮ মাইল) গভীরে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি কেন্দ্রস্থলের আশপাশে বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি করলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এটি চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প ঘটে। বেশিরভাগ কম্পন ক্ষুদ্রমাত্রার হওয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে না। জাপানের উন্নত ভবন নির্মাণ প্রযুক্তি এবং নিয়মিত জরুরি প্রস্তুতি মহড়ার ফলে বড় মাত্রার ভূমিকম্পের পরেও ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ১৮,৫০০ মানুষের প্রাণহানি ঘটে।

Share.