বাংলাদেশ থেকে কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন পশ্চিম টোল প্লাজার সামন থেকে ২টি সন্দেহভাজন পিকআপ আটক করা হয়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৭০ কেজি গাঁজা ও পিকআপে থাকা ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। কারবারিরা পাটের বস্তার ভিতরে পলিথিন দিয়ে গাঁজাগুলো পেচিয়ে রেখেছিল। পরে মাদক কারবারিদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ইব্রাহীম খলিল (৪০), নাটোরের কাজু মিয়া (৪৫), টাঙ্গাইলের মেহেদী হাসান (২১), জয় হাসান (২০), আলাউদ্দিন শিকদার (২১) ও হামিদুল শিকদার (২২)। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় জানান, গ্রেপ্তারকৃতরা ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজমোড় থেকে দুটি পিকআপে মাদক লোড করে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। রাতেই মাদকসহ কারবারিদের আটক করে আমাদের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর থানার মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
৭০কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ৬ মাদক কারবারি গ্রেপ্তার
0
Share.