বুধবার, জানুয়ারী ২২

৭ দোকান আগুনে পুড়ে ছাই, নিহত-১

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৮ মে) ভোররাত ৩টার দিকে নিয়ামতি ইউনিয়নের চামটা নতুন বাজার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মুদি দোকানে ঘুমিয়ে থাকা দোকানদার নিয়ামতির ঢাল মারা গ্রামের বলরাম চন্দ্র পাল এর পুত্র সাগর চন্দ্র পাল (২৮) আগুনে পুড়ে মারা যান। এ ছাড়া, আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে মুদি দোকান, ফলের দোকানসহ ইলেকট্রনিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে সাগর চন্দ্র পালের মোদির দোকানে প্রথমে আগুন ও ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাকেরগঞ্জ ও বেতাগী থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও নিহত সাগর এর দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, মুদি দোকানদার সাগরের লাশ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতন্ত্র শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share.