ঢাকা অফিস: গোপালগঞ্জে সরকারি ১০ টাকা কেজি দরের ৩৪৫ কেজি চালসহ সাবেক ইউপি মেম্বার মান্নান হোসেন শেখ ওরফে মান্নুকে (৪৮) আটক করেছে র্যাব। আটক মান্নুর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামে। তিনি শুকতাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। বৃহস্পতিবার রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি তাজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল তার বাড়ি থেকে ৭ বস্তা চাল উদ্ধার করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব চাল কিনেছেন বলে জানিয়েছেন। তবে কার কাছ থেকে এ চাল কিনেছেন, তা জানাননি তিনি। এএসপি তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্নাঘর ও তার ভাই ফারুক শেখের ঘর থেকে ১০ টাকা কেজি দরের অতিদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচীর ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোতে মোট ৩৪৫ কেজি চাল ছিল। গ্রামের অতিদরিদ্র পরিবারপ্রতি ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু সাবেক এ ইউপি মেম্বার অতিদরিদ্রদের বঞ্চিত করে নিজের বাড়িতে ৩৪৫ কেজি চাল অবৈধভাবে মজুদ করেন। এ অপরাধে তাকে চালসহ আটক করা হয়েছে। শুক্রবার তাকে গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ডিএডি সুলতান গিয়াসউদ্দিন বাদী হয়ে সাবেক ওই ইউপি মেম্বারকে আসামী করে মামলা করেছেন।
৭ বস্তা চালসহ সাবেক ইউপি মেম্বার আটক
0
Share.