৭ মামলার আসামি মামুন গ্রেফতার

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ একাধিক মামলার পলাতক আসামি মাহমুদুন নবী মামুনকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের সংঘর্ষ ভাংচুর লুটপাটের একাধিক মামলার আসামি আবুল হাশেম এর ছেলে মাহমুদুন নবী মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।  সে এলাকায় আধিপত্য বিস্তারে বিভিন্ন সময় উস্কানি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সংঘর্ষকালীন তার বিরুদ্ধে একাধিকবার প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট এবং একাধিক ব্যক্তিকে মারপিটের অভিযোগ রয়েছে। তার নামে ৭টি মামলা চলমান থাকায় সে বোয়ালমারী পৌর সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক কাজী রিপন বৃহস্পতিবার রাত ৩ টায় তাকে গ্রেফতার করে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মামুন দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Share.