ঢাকা অফিস: ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ কাফিরুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র্যাব। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় নাটোর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, মাদক পাচারকারীদের পিছু নিয়ে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্যাগসহ কাফিরুল নামে এক জনকে আটক করে র্যাব সদস্য। এ সময় পালিয়ে যায় কাফিরুলের অপর সহযোগী। পরে তার ব্যাগ তল্লাশি করে ৭টি ওয়ান শুটার গান, ২টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক কাফিরুলের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার শহরাতলায়। সে অস্ত্র ব্যবসায়ী বলে জানান র্যাব অধিনায়ক। অস্ত্র পাচার ও ব্যবসায়ী চক্রের সদস্যদের ধরতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
৯টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র্যাব
0
Share.