স্পোর্টস রিপোর্ট: লিগে টানা পাঁচ জয়ের পর চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমে হোঁচট খায় বার্সেলোনা। প্রথম ম্যাচেই হারে মোনাকোর কাছে। তবে নতুন আদলের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় ম্যাচেই নিজেদের শক্তিমত্তা দেখালো কাতালান ক্লাবটি। উড়িয়ে দিলো সুইস ক্লাব ইয়াং বয়েজকে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন দারুণ ছন্দে থাকা রবার্ট লেভানডফস্কি। রাফিনিয়া ও ইনিগো মার্টিনেজ গোল করেছেন একটি করে। অপর গোলটি এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডার মোহামেদ আলি কামারার পা থেকে। লুইস কোম্পানিসে ইয়াং বয়েজকে পাত্তাই দেয়নি হান্সি ফ্লিকের শিষ্যরা। শুরু থেকেই বলের আধিপত্য ধরে রেখে চালায় একের পর এক আক্রমণ। দলটি গোলও পেয়ে যায় অষ্টম মিনিটে। রাফিনিয়ার পাস থেকে দলকে এগিয়ে দেন লেভানডফস্কি। এরপর ৩৪ মিনিটে রাফিনিয়া নিজেই বল জড়ান জালে। পেদ্রির শট ব্লক হয়ে ফিরলেও রিবাউন্ডে গোল করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। মিনিট দুয়েক পর পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো। স্বস্তি নিয়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়ায় ব্যবধান। ইনিগোর হেডার থেকে হেডেই ব্যবধান ৪-০ করেন লেভানডফস্কি। আর ইয়াং বয়েজের কফিনে শেষ পেরেকটি ঠোকেন তাদেরই ডিফেন্ডার কামারা। ৮১তম মিনিটে আলেক্স বালদের ক্রস তার গায়ে লেগেই পরিণত হয় গোলে। বার্সার বড় জয়ের দিনে দারুণ জয় তুলে নিয়েছে ইন্টার মিলানও। রেড স্টার বেলগ্রেডকে ৪-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। গোল পেয়েছেন হাকান চালহানাগলু, মার্কো আরনাউটোভিচ, লাওতারো মার্টিনেজ এবং মেহদি তারেমি।
ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা
0
Share.