বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ এখন ভালো আছে, নিরাপদে আছে: স্বাস্থ্যমন্ত্রী

0

ঢাকা অফিস: স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ এখন ভালো আছে, নিরাপদে আছে। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন আজ সোমবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে করোনার সবশেষ তথ্য জানান। পরে ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন‘বাংলাদেশ আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বলে আমরা ভালোভাবে মোকাবিলা করছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমাদের ডাক্তার, নার্স সাবই মিলে কাজ করে যাচ্ছে। কারো কোনো সমস্যা হলে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন।’

Share.