ডেস্ক রিপোর্ট: করোনা লড়াইয়ের সামিল হয়েছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। ফ্রন্টলাইন রেস্পন্ডার্স ফান্ডে ৮ কোটি ৪৩ লাখ টাকা দান করেন তিনি। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এই তথ্য প্রকাশ করে নিজের অনুসারীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান ‘টার্মিনেটর’ তারকা। তাঁর অনুরোধ ফেলতে পারেননি ভক্তরাও। কিছুক্ষণের মধ্যে পাঁচ লাখ ডলারও জমা হয়ে যায় এই ফান্ডে। এই দানের পর ইনস্ট্রাগ্রামে আর্নি লেখেন, “সোফায় বসে থেকে শুধু অভিযোগ করার ব্যক্তি আমি নই। আমি বিশ্বাস করি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে। এই সময়কার আমাদের আসল অ্যাকশন হিরো হচ্ছেন হাসপাতালে কাজ করা স্বাস্থ্যকর্মীরা। তাদেরকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের এখনকার মূল কাজ। আর সে কাজের অংশ হতে পেরে আমি গর্বিত।” অনলাইনে তহবির সংগ্রহ করার পেজ ‘গোফান্ডমি’-এ এই তহবিলটি তৈরি করেছে ‘ফ্ল্যাক্সপোর্ট’ নামের একটি সংস্থা। তহবিলটির মাধ্যমে বিশ্বব্যাপী হাসপাতালগুলোকে মাস্কস, গাউন, গ্লাভস এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার চেষ্টা করা হবে। এই পর্যন্ত এই তহবিলে ২৭ কোটি ৮২ লাখ টাকার অনুদান জমা হয়েছে।
করোনা লড়াইয়ে ৮ কোটি ৪৩ লাখ টাকা দান করলেন আর্নল্ড শোয়ার্জনেগার
0
Share.