হংকংয়ে সব পার্ক-বার বন্ধ ঘোষণা: আইন ভঙ্গ করলে ছয় মাসের জেল

0

ডেস্ক রিপোর্ট: হংকংয়ে সব পাব ও বার আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এ নির্দেশ বাস্তবায়ন শুরু হবে। এর মধ্যদিয়ে করোনাভাইরাসেরে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের অন্য শহরগুলোর সঙ্গে যোগ দিল হংকং। রয়টার্সের এক খবরে বলা হয়, কেউ যদি এই আইন ভঙ্গ করে তবে তার ছয় মাসের জেল এবং ৫০ হাজার হংকং ডলার জরিমানা হবে। খবর দ্য গার্ডিয়ানের। দেশটির সব বিমানবন্দরে পর্যটক প্রবেশ ও সব ট্রানজিট যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। হংকংয়ে এ পর্যন্ত ৮০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে চারজন মারা গেছে। এছাড়া দেশটিতে ১২৪ জন করোনারোগী সুস্থ হয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত এতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ১৫ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে ২ লাখ ১১ হাজার ৪০৯ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।

Share.